হাইকোর্টের আদেশ আবার স্থগিত করেছেন চেম্বার জজ আদালত, ৯ সেপ্টেম্বরই হচ্ছে ডাকসু

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:০০ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচনের প্রক্রিয়া স্থগিত করার আদেশ দেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

আবেদনের শুনানি শেষে মঙ্গলবার চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, “হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করেছিল। চেম্বার আদালতের আদেশে নির্বাচনে কোনো বাধা থাকছে না।”