আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:১৭ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে তিনি আইন মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

গতকাল (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বিচারককে বর্তমান কর্মস্থল/পদ থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/পদায়ন করা হলো।

আজ (২৮ আগস্ট) প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে লিয়াকত আলী মোল্লাকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে এটি কবে থেকে কার্যকর হবে