বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক দাবি বিএসএফের

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে, বাংলাদেশের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে সীমান্ত অতিক্রমের সময় আটক করেছে তারা। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে তাকে আটক করা হয়।
বিএসএফ জানায়, আটককৃত ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া পরিচয়পত্রে দেখা যায় তিনি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় সন্দেহজনক আচরণের কারণে বিএসএফ সদস্যরা তাকে থামান। পরে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
তবে আটককৃত ওই কর্মকর্তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। কেন তিনি ভারতে প্রবেশ করেছিলেন তা জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
এদিকে, একই দিনে আসামের মন্ত্রিসভা ঘোষণা দিয়েছে—রাজ্যের প্রাপ্তবয়স্কদের আর আধার কার্ড দেওয়া হবে না। তবে তফসিলি উপজাতি, তফসিলি জনজাতি ও চা-শ্রমিক সম্প্রদায়ের জন্য এক বছরের অতিরিক্ত সময় দেওয়া হবে।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‘অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড সংগ্রহ করে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করতে না পারে, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে বহু বাংলাদেশিকে সীমান্ত থেকে আটক করা হয়েছে। তাই আমরা সীমান্ত নিরাপত্তা আরও কড়াকড়ি করছি।”
তিনি আরও জানান, এক বছরের পর কেউ বাদ পড়লে বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার ও ফরেনার্স ট্রাইব্যুনালের পরামর্শক্রমে অনুমোদন দেওয়া হতে পারে।