কুলাউড়া থানার কার্যক্রমে সন্তুষ্ট পুলিশ সুপার, দিলেন দিকনির্দেশনা

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) কুলাউড়া থানা পরিদর্শন করেছেন।
সোমবার (২৫ আগস্ট) সকালে থানায় পৌঁছালে তাকে স্বাগত জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এবং থানার ওসি মো. ওমর ফারুক।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
পরে পুলিশ সুপার অফিসার ফোর্সের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় তিনি থানার আবাসন ব্যবস্থা, খাবারের মান ও লজিস্টিক সাপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
সভাশেষে তিনি থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, মেসসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন দাপ্তরিক নথি, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ মামলার ডকেট পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল প্রমুখ।