খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন। সফরকালে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ইসহাক দার ঢাকায় অবস্থানকালে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক সহযোগিতা এবং চলমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া তিনি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন

উল্লেখ্য, সম্প্রতি বিএনপির কয়েক দফা বৈঠকে পাকিস্তান ও চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।