ফেব্রুয়ারীতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না: ফারুক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:২৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবেনা।

শুক্রবার  জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন

জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র করে লাভ নাই, ফেব্রুয়ারীতে নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিলো তারা আজও বাংলাদেশের বিরোধীতা করছে। অতএব, তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। তিনি আরও বলেন, ছাত্র জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহনে গণঅভ্যূত্থানের জনগনের আকাঙ্খা ছিলো দ্রুত দেশে সুষ্ঠু ও অবাধ একটি গ্রহনযোগ্য নির্বাচন হবে। জনগন তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে কিন্তু আমরা আজ তার উল্টাটা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রূপে। ফ্যাসিবাদের দোসররা নামে বেনামে দেশকে অস্থিতিশিল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগনকে সচ্চার হতে হবে। কারন দেশ স্বাধীনের পরে আজও দেশের গণতন্ত্র জনগনের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি করছে। অবিলম্বে জাতির কাছে ৭১ এর ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহনের আহ্বান জানান।  

আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এবং  কালাম ফয়েজী সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশন চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।