সাতছড়িতে নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি দাবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধা ও বাংলাদেশ ন্যাশনাল পার্টি (এনসিপি) নেতা নাহিদ উদ্দিন তারেক। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত ২৭ আগস্ট সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
বর্তমানে নাহিদ উদ্দিন তারেক এনসিপি’র হবিগঞ্জ জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা কলেজের সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলনের কারণে তিনি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হন।
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা নাহিদ উদ্দিন তারেক সাবেক মেম্বার বশির আহমেদ দুলাল ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
এর আগে তিনি স্থানীয় উন্নয়নে উদ্যোগী ভূমিকা রেখে চুনারুঘাটে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) মাধ্যমে ১০টি সড়ক পাকা করার অনুমোদন এনে দেন।
নাহিদ উদ্দিন তারেক বলেন, সাতছড়ি জাতীয় উদ্যানে প্রতিদিন অসংখ্য পর্যটক ভ্রমণে আসেন। এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন হলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং পর্যটন শিল্পের প্রসার ঘটবে।