দেশে উদারপন্থার রাজনীতি সরিয়ে ‘উগ্রবাদ’ আনার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে একটি ষড়যন্ত্র চলছে, যার মাধ্যমে উদারপন্থি রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদী রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এটি বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর হবে।
শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বইটি রচনা করেছেন সৈয়দা ফাতেমা সালাম এবং প্রকাশ করেছে ইতি প্রকাশন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে কিছু পক্ষ: সালাহউদ্দিন
মির্জা ফখরুল বলেন, ‘‘নির্বাচন হবেই এবং ঘোষিত সময়েই হবে, এর কোনো বিকল্প নেই। যদি নির্বাচন না হয়, তাহলে জাতি ভয়াবহ ক্ষতির মুখে পড়বে এবং ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা অনেক বেড়ে যাবে।”
তিনি আরও বলেন, জনগণের মধ্যে এখন নির্বাচন নিয়ে শঙ্কা ও হতাশা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন
বিএনপি মহাসচিব জানান, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের আশা তারা বিএনপির কাছেই করছে। ‘‘অর্থনীতি, সমাজ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া ফ্যাসিবাদ থেকে মুক্তির পথ বিএনপিই দেখাতে পারে। তাই বিএনপির নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,” বলেন তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘‘আপনারা এখনো ক্ষমতায় আসেননি। ষড়যন্ত্র ও চক্রান্ত এখনো আছে। তাই খারাপ কাজ করে বিএনপিকে বিতর্কিত করার সুযোগ কাউকে দেবেন না।”
তিনি স্মরণ করিয়ে দেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি গত ১৫ বছর ধরে লড়াই করছে। বেগম খালেদা জিয়ার ছয় বছরের কারাবাস, তারেক রহমানের দীর্ঘ নির্বাসনসহ অসংখ্য ত্যাগ স্বীকারের কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আবদুল হাই শিকদার। বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, লেখক সৈয়দা ফাতেমা সালাম ও প্রকাশক জহির দীপ্তি।