গাজায় একদিনে ৮৬ নিহত, মোট মৃত্যু ছাড়াল ৬২ হাজার ৭০০

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় নতুন করে আরও ৮৬ জন নিহত এবং অন্তত ৪৯২ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার এ ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জন বিমান হামলায় এবং ২৮ জন খাদ্য সংগ্রহের সময় গুলিতে প্রাণ হারান।

আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যে ১৫ মাস ছাড়িয়েছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক