সাভারে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামসহ পাঁচ ডাকাত গ্রেফতার

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিওকলোনি সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: শেরপুরে শিক্ষার্থী মায়মুনা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামী আপন ফুফা
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন— মো. সোহাগ মোল্লা (২৭), পিতা- সামান মোল্লা, মাতা-মৃত সেলিনা বেগম, সাং-উজান গোপিন্দ পশ্চিমপাড়া, থানা-আড়াই হাজার, জেলা-নারায়ণগঞ্জ; মো. সুজন মিয়া (৩০), পিতা- মো. ফজল মিয়া, মাতা- মোছাঃ চায়না বেগম, সাং-কুরংগী, সোয়াপুর (০৮ নং ওয়ার্ড), থানা- ধামরাই, জেলা- ঢাকা; চাঁন মিয়া (২৭), পিতা- পরান বেপারি, মাতা-চায়না বেগম, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (৮ নং ওয়ার্ড), থানা-মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ; মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মৃত নূর হোসেন, মাতা-জমেলা খাতুন, সাং-নারিকুল্লি, আটিগ্রাম (০৮ নং ওয়ার্ড), থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ; হৃদয় (২৫), পিতা- মোঃ উজ্জল শেখ, মাতা- ময়না বেগম, সাং- বলরামপুর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল।
ডিবি পুলিশ জানায়, ভোরে রেডিওকলোনি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি স্টীলের ধারালো চাপাতি, একটি লাল কসটেপ মোড়ানো লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ জন
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।