হাইকোর্টে যোগ দিচ্ছেন নতুন ২৫ বিচারপতি, দুপুরে শপথ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ২৫ বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দুপুর ১টা ৩০ মিনিটে জাজেস লাউঞ্জে তাদের শপথ করাবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় জানিয়েছে, সোমবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২৫ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন

মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), মো. সাইফুল ইসলাম, মো. নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঞা, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, দিহিদার মাসুম কবীর, জেসমিন আরা বেগম, মুরাদ–এ–মাওলা সোহেল, মো. জাকির হোসেন, মো. রাফিজুল ইসলাম, মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, ফাতেমা আনোয়ার, মাহমুদ হাসান, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, এ এফ এম সাইফুল করিম, উর্মি রহমান, এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

আরও পড়ুন: আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা