ফ্রিজে জমানো মাছের ব্যাগে বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ যুবক আটক

রাজশাহীর বাঘায় ফ্রিজে জমানো মাছের ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয়ন হোসেন (১৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকায় রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কে পুলিশি তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটক নয়ন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
বাঘা থানা পুলিশ জানায়, মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এসময় নয়ন একটি ব্যাগ নিয়ে ভ্যানযোগে চারঘাটের দিকে যাচ্ছিল। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ ব্যাগ তল্লাশি করে। এতে ফ্রিজে জমানো মাছের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ওই সময় পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: পাবনার উন্নয়নে চার দফা দাবিতে ১৫ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন