ফ্রিজে জমানো মাছের ব্যাগে বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ যুবক আটক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বাঘায় ফ্রিজে জমানো মাছের ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয়ন হোসেন (১৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকায় রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কে পুলিশি তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটক নয়ন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গলাকেটে ও গুলি করে সাবেক ছাত্রদলকর্মীকে হত্যা

বাঘা থানা পুলিশ জানায়, মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এসময় নয়ন একটি ব্যাগ নিয়ে ভ্যানযোগে চারঘাটের দিকে যাচ্ছিল। তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ ব্যাগ তল্লাশি করে। এতে ফ্রিজে জমানো মাছের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ওই সময় পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন