কক্সবাজারে চুরি করতে এসে ধরা, ছাদে আগুন ধরিয়ে আতঙ্ক সৃষ্টি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৪ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারে চুরি করতে গিয়ে ধরা পড়েন এক চোর। পালাতে না পেরে তিনি ভবনের ছাদে বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তেই এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় পাঁচ ঘণ্টার নাটকীয়তার পর বুধবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চোরটিকে আটক করে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবি ক্যাম্প এলাকার একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশের ছয়তলা ভবনে রবিন খানের বাসায় হানা দেন ওই চোর। এ সময় বাসায় না থাকলেও পরে রবিন বাসায় প্রবেশ করলে চোর তার ওপর ধারালো ছুরি ও রড দিয়ে হামলা চালায়। রবিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে চোরটি ছাদে উঠে যায়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ

স্থানীয়রা কৌশলে তাকে নামানোর চেষ্টা করলে সে বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশের অন্তত পাঁচশ মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, “আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত চোরকে ছাদ থেকে নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।”

আরও পড়ুন: সিলেটে ঘুরতে এসে শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ গ্রেফতার

সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, আটক চোরের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।