জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী চেষ্টা করছে: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৪ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। তিনি বলেন, দেশে এক ধরনের চক্রান্ত চলছে এবং একটি উগ্রবাদী গোষ্ঠী মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে।

শনিবার ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু

ফখরুল বলেন, আমাদের সবার দায়িত্ব হবে একসঙ্গে লড়াই করা, ঠিক যেমন একাত্তর সালে আমরা লড়াই করেছিলাম। আমাদের অধিকার রক্ষায় এবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে দেশের জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। তবে এখন আমাদের একটি সুযোগ এসেছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য। তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব।

আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে : রিজভী

এসময় বিএনপির নেতারা সমাবেশে উপস্থিত ক্ষুদ্র জাতিগোষ্ঠী প্রতিনিধিদেরকে উপহার তুলে দেন, এবং তারেক রহমানকে সম্মান জানাতে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।

সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা, এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।