জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়নের পশ্চিম নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ, মূল রাস্তাসহ গত দীর্ঘ দিন যাবৎ জলাবদ্ধ হয়ে আছে। পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে এলাকাটি এখন মশার প্রজননের নিকৃষ্ট আবাসস্থলে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীকে এই দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে।
সরাসরি গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ সড়কটি পুরোপুরি ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানিতে নিমজ্জিত। পানিতে মশার লার্ভা ভেসে বেড়াচ্ছে, যা এলাকাবাসীর জন্যও মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু শিক্ষার্থীরাই নয়, সাইটধার, মাইজহাটি, পালপাড়া মানুষের, স্কুল-কলেজ, হাট-বাজার যোগাযোগের প্রধান মাধ্যম। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
আরও পড়ুন: রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
এ ব্যাপারে মাইজহাটি গ্রামের বাসিন্দা ছাদির মিয়া বলেন, জলাবদ্ধতায় আমি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়, অল্প বৃষ্টি হলেই সব পানি তলিয়ে যায়। জলাবদ্ধতায় প্রায়ই স্কুল বন্ধ রাখতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন নোংরা পানির ভিতর দিয়ে হাঁটতে তাদের খুবই কষ্ট হয় এবং এতে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু সিদ্দিক মিয়া বলেন, শিক্ষা কমিটির সভায় বিষয়টি নিয়ে উপস্থাপন করা হলে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি আমি অবগত আছি। এলাকাবাসীর পক্ষে আবেদনপত্র প্রদান করলে, সরজমিনে পরিদর্শন করে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও মারাত্মক আকার ধারণ করবে।