ফেনীর সোনাগাজীতে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গতকাল ১৫ সেপ্টেম্বর রাতে পৃথক দুটি অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাগাজি মডেল থানা পুলিশ।

এই সময় তাদের একজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর জনের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

অভিযানে চর মজলিশপুর ইউনিয়নের মিয়াজীঘাট ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে ২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী জাফর ওরফে বারেককে (২৬) গ্রেফতার করা হয়। সে উত্তর চর মজলিশপুর গ্রামের সফিউল্লাহর পুত্র।

অপর এক অভিযানে একই স্থানের জনৈক মিস্টারের দোকানের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ জাফর ইমাম সোহাগ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে উত্তর চর মজলিশপুর গ্রামের মৃত আঃ রশিদের পুত্র।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু পূর্বক ধৃত আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।