বগুড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ববি গ্রেফতার

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৩৬ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রার্থী ওবাইদুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশের জানা যায়, গত ৯ অক্টোবর (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলার পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন আছে।

আরও জানা যায়, মৃত ইসহাক আলীর ছেলে ওবাইদুল হাসান ববি (৫৬) বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া পৌর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান

পরবর্তীতে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিগত ২০২১ সালে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

এছাড়াও বগুড়া জেলা পুলিশের একাধিক সূত্রে জানা যায়, চলমান বৈষম্যবিরোধী আন্দোলন কালে বগুড়ায় সংঘটিত সহিংসতা, সরকারি স্থাপনায় হামলা ও সাধারণ নাগরিকদের ওপর নিপীড়নের ঘটনায় তার নেতৃত্বে কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশ জানায়, ওবাইদুল হাসান ববি’র বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। এর আগে গত দুই সপ্তাহে বৈষম্যবিরোধী আন্দোলন–সংশ্লিষ্ট ঘটনায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আজ ১০ অক্টোবর বগুড়ার বিজ্ঞ আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।