৬৪ জেলা থেকে দেশপ্রেমিক ও ফ্যাসিবাদবিরোধীদের এনডিপিতে গণযোগদান

দেশের ৬৪ জেলা থেকে দেশপ্রেমিক নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-তে যোগদান করেছেন। শনিবার ঢাকায় আয়োজিত ‘গণযোগদান কর্মসূচি’তে এই ঐতিহাসিক যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান কে. এম. আবু তাহের পাটোয়ারী। তিনি বলেন,
আরও পড়ুন: অস্ত্র প্রশিক্ষণের ভাইরাল ভিডিওর দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ পুলিশ
“আজকের এই যোগদান কোনো দলের রাজনীতি নয়, এটি দেশের প্রতি দায়বদ্ধতার প্রতীক। যারা একদিন মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও ন্যায়বিচারের স্বপ্ন দেখেছিল কিন্তু আজ হতাশ, তাদের জন্য এনডিপি হচ্ছে নতুন আশার ঠিকানা। আমরা রাজনীতি করি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দমন-পীড়নের রাজনীতি নয়। এনডিপি কোনোদিন ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি, করবও না।”
তিনি আরও বলেন, “দেশ এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। তরুণ সমাজকে জেগে উঠতে হবে, সত্যের পক্ষে দাঁড়াতে হবে। যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এনডিপি তাদের পাশে থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে। এই দেশ কোনো ব্যক্তির সম্পত্তি নয়—এটি ১৮ কোটি মানুষের দেশ।”
আরও পড়ুন: নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন এমদাদুল হক
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কো-চেয়ারম্যান মিজানুর রহমান পাটোয়ারী, প্রচার সম্পাদক ইকবাল হোসেন জনি, যুগ্ম মহাসচিব মশিউর রহমান, নাটোর জেলা সভাপতি আশরাফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা মিথিলা মিলন, যুগ্ম মহাসচিব মো. জুয়েল রানা এবং মহিলা বিষয়ক সম্পাদিকা (ঢাকা উত্তর) শামিমা মিলন প্রমুখ।
নেতারা বলেন, এনডিপি আজ দেশজুড়ে একটি দেশপ্রেমিক গণজোয়ারের নাম। জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন করে ঐক্যবদ্ধ হচ্ছে তরুণ প্রজন্ম।