তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর আওতাধীন “তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার” প্রকল্পের অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের ৫নং কূপের ওয়ার্কওভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (আরডিএম), বিজিএফসিএল ও বাপেক্সের মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: শেরপুর-২ থেকে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীকে গুলশানে ডেকেছে দলীয় হাইকমান্ড
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, কূপটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ওয়ার্কওভার শেষে কূপটি থেকে অতিরিক্ত ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
উল্লেখ্য, হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের ৫নং কূপটি ১৯৮৮ সালে ৩,৫২১ মিটার গভীরতায় খনন করা হয়। পরবর্তীতে ১৯৯২ সালের ফেব্রুয়ারিতে কূপটি থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। দীর্ঘদিনের উৎপাদনের পর কূপটির উৎপাদনক্ষমতা হ্রাস পাওয়ায় নতুন করে ওয়ার্কওভার কার্যক্রম শুরু হলো।
আরও পড়ুন: লাখাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার





