পাবনায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
পাবনা সদর উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। রোববার (২৬ অক্টোবর) সকালে জেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা–পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে রাস্তায় ছিল। এ সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীসহ তিনজন প্রাণ হারান। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: লাখাইয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সকলেই পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।
আরও পড়ুন: বিসিক শিল্পনগরীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে শোকের আবহ।





