বগুড়ায় ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ভোক্তার

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪১ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের ডাল পট্টির বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য মুগ ডালে ক্ষতিকারক রং মিশ্রিত পাওয়ায় শহরের ০৪টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য অধিদপ্তর বগুড়া কার্যালয়ের রাসেল মিয়া যৌথ ভাবে অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করা হয়।

গত (২রা নভেম্বর) সন্ধ্যায় শহরের ডাল পট্টি এলাকায় যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান গুলোর মুগ ডালে ক্ষতিকারক রং মিশ্রিত শনাক্ত হলে তাৎক্ষণিক ভাবে ০৪টি দোকানে জরিমানা আরোপ করা হয়। এই অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ও জেলা পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় বিএনপির মনোনয়ন দৌড়ে জয়ী শকু

উক্ত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। এই অভিযানে ০২টি দোকানকে ৩০ হাজার টাকা করে এবং আরও ০২টি দোকানকে ২০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিক্রেতাদের সতর্ক করে দেয়া হয় এবং রং মিশ্রিত মুগ ডালের বস্তা গুলো রবিবার সন্ধ্যার মধ্যেই দোকান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।

এবিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, অভিযানে মুগ ডালে যে ক্ষতিকর রং মিশ্রিত করা হয়েছে, তা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা ভোজ্য পণ্যে ভেজাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা।

আরও পড়ুন: সুনামগঞ্জ ১ আসনে আনিসুল ৩ কয়ছর ৫ মিলন