নরসিংদীতে পৃথক দুই হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি গ্রেপ্তার
নরসিংদীর রায়পুরা ও শিবপুরে চাঞ্চল্যকর আলাদা দুটি নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামীদের গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের বিরুদ্ধে লড়াই করেছি: কাজী মনিরুজ্জামান মনির
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই ভাই হুরণ আলী (৩২) ও শাকিল (২৮) নিহত হন। ঘটনার পরই রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্বরে অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত মূল আসামী শিপন (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হন।
অপরদিকে শিবপুর মডেল থানায় দায়েরকৃত জোড়া খুন মামলার সঙ্গে জড়িত মূল আসামী মামুন (৫০) কে গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী উপজেলার পাঁচকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কৃষকদল নেতা খন্দকার নাসিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও কমিটি বাণিজ্যের অভিযোগ বিএনপির দপ্তরে
জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত বিবাদেই এই দুইটি হত্যাকাণ্ডের সূত্রপাত। যেই অপরাধী হোক, তাকে আইনের আওতায় আনা হবে, এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা জড়িত তাদেরকেও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।”





