দুঃসময়ে বিড়ালের জন্য ভালো খবর
ভালোবাসার টানে মুন্সীগঞ্জের বিড়াল এখন ইতালিতে
ভালোবাসার কোনো সীমানা নেইসেই কথাটিকেই সত্য প্রমাণ করলেন মুন্সীগঞ্জের এক পরিবার। চার বছর ধরে পরিবারের সদস্যের মতো লালন করা প্রিয় পোষা বিড়াল ‘ক্যান্ডি’ অবশেষে পৌঁছে গেছে ইতালির রাজধানী রোমে। প্রায় এক লাখ টাকা ব্যয় এবং জটিল প্রক্রিয়া শেষে বিড়াল ক্যান্ডিকে সঙ্গে নিয়েই বিদেশে পাড়ি জমিয়েছে মুন্সীগঞ্জের এই পরিবার।
গত বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে রোমের উদ্দেশ্যে রওনা হয় ক্যান্ডি। পোষা প্রাণীর আন্তর্জাতিক পরিবহন নীতিমালা মেনে তার জন্য তৈরি করা হয় বিশেষ খাঁচা।
আরও পড়ুন: ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল’ গুজব ও মিথ্যাচার
পরিবারটি জানিয়েছে, বিমানের টিকিট বাবদ ৩৫০ মার্কিন ডলার (প্রায় ৪০ হাজার টাকা), আর পোষা প্রাণীর পাসপোর্ট, সরকারি অনুমতি (এনওসি) এবং ট্রানজিট ক্লিয়ারেন্সসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মোট খরচ হয় প্রায় এক লাখ টাকা।
মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার রিক্তা বেগম ২০২১ সালে অনলাইনে ১৫ হাজার টাকায় কিনেছিলেন বিড়ালছানা ক্যান্ডিকে। এরপর থেকেই ক্যান্ডি পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত করিমগঞ্জ-তাড়াইলের জনতা
রিক্তার স্বামী আব্দুল হাই কর্মসূত্রে ইতালির রোমে অবস্থান করছেন। ছেলে স্বপ্নীল হাসান শিথিল সম্প্রতি এইচএসসি পাস করেছেন। পুরো পরিবার স্থায়ীভাবে বিদেশে যাওয়ায় প্রিয় ক্যান্ডিকে দেশে রেখে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি।
রিক্তা বেগম বলেন, ক্যান্ডি এখন আমাদের পরিবারেরই একজন। আমরা বাইরে গেলে ও খাওয়া বন্ধ করে দেয়। তাই ওকে ছাড়া যাওয়া অসম্ভব ছিল। ছেলে স্বপ্নীল হাসান শিথিলের ভাষায়, ক্যান্ডি আমাদের আনন্দের উৎস। ও ছাড়া ঘরটা ফাঁকা লাগে, তাই ওকেও সঙ্গে নিয়েছি।
সব আনুষ্ঠানিকতা ও ব্যয়বহুল প্রক্রিয়া সম্পন্ন করে অবশেষে প্রিয় পোষা প্রাণীকে নিয়ে ইতালির মাটিতে পা রেখেছে মুন্সীগঞ্জের এই পরিবার।
মানুষ ও প্রাণীর বন্ধনের এই গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। প্রাণীর প্রতি ভালোবাসা যে সীমান্ত মানে না বিড়াল ক্যান্ডির ইতালি যাত্রা তারই অনন্য উদাহরণ হয়ে উঠেছে।





