তিন কারণে ভারতে বিশ্বকাপ খেলা হতে পারে না বাংলাদেশের: ক্রীড়া উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোমবার এ বিষয়ে স্পষ্ট করেছেন।

সোমবার বাফুফে ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আইসিসি বাংলাদেশ দলের নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। চিঠিতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ আছে।

আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

আসিফ নজরুল বলেন, মোস্তাফিজুর রহমান দলে থাকলে বাড়বে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা। বাকি দুইটি কারণ হলো সমর্থকরা বাংলাদেশের জাতীয় পতাকা অথবা জার্সি পরে ঘোরাফেরা করলে এবং নির্বাচন ঘনিয়ে এলে বাড়বে নিরাপত্তা শঙ্কা। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে জানানো এই তিন শঙ্কার কারণে বাংলাদেশ দলের ভারতে খেলা হবে না।

তিনি আরও বলেন, “আইসিসির সিকিউরিটি টিমের এই চিঠি প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য এখন পরিস্থিতি অনুপযোগী।”

আরও পড়ুন: সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে

আসিফ নজরুলের মতে, এই তিনটি কারণ মিলিত হলে দলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, এবং তাই এই মুহূর্তে ভারতে খেলায় বাংলাদেশের অংশগ্রহণ কঠিন হয়ে উঠেছে।