বিয়ের পিঁড়িতে বসা হলো না এনজিও কর্মীর, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শুভ মন্ডল
শরীয়তপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুভ মন্ডল (৩০) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: ড. মঈন খান
নিহত শুভ মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধ্য বানীয়ারি এলাকার অজয় মন্ডলের ছেলে। তিনি শরীয়তপুরে একটি এনজিও ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক)-এ কর্মরত ছিলেন।
গ্রাম উন্নয়ন কর্ম ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ মন্ডল ছয় মাস আগে এনজিওতে যোগদান করেন। সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়েছিল। আগামী শুক্রবার বাড়ি ফিরে বিয়ের দিনতারিখ নির্ধারণ করার কথা ছিল। রোববার সন্ধ্যায় প্রতিদিনের মতো মাঠ পর্যায়ের কাজ শেষে অফিসে ফিরছিলেন তিনি। এ সময় পুলিশ সুপারের বাসভবনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শুভ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
এনজিও গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, “শুভ ছয় মাস আগে আমাদের এখানে যোগদান করেছিলেন। ছেলে হিসেবে তিনি বিনয়ী ও ভদ্র ছিলেন। আগামী সপ্তাহে বাড়ি ফিরে তার বিয়ের দিনতারিখ পড়ার কথা ছিল। কাজ শেষে অফিসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু আমাদের জন্য হৃদয়বিদারক। আমরা প্রশাসনের কাছে দাবী জানাই, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।”
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় শুভ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”





