নরসিংদীতে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ২

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অস্ত্রের ভয় দেখিয়ে জিরার বস্তা ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধার সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দগরিয়া গ্রামের এনামুল হক চৌধুরীর ছেলে শাওন চৌধুরী (৩৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী চরপাড়া গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে মো. আলমগীর মিয়া (৪০)। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া ১৪৮ বস্তা জিরা ও ট্রাক উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর (সোমবার) নরসিংদী পৌর শহরের বাসাইলে পৌর শিশুপার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে একটি প্রাইভেটকার ও ২টি মোটরসাইকেলে করে একদল ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিরার বস্তা ভর্তি ট্রাক লুন্ঠন করে নিয়ে যায়। পরে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে লুন্ঠিত মালামাল উদ্ধার সহ জড়িতদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশনা দেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নরসিংদীর সদর উপজেলার দগরিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেন।

পরে তাদের স্বীকারোক্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীর তারাবো এলাকা থেকে ডাকাতির লুন্ঠিত ১৪৮ বস্তা জিরা সহ একটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হন। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদেরও গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।