গোপালগঞ্জ ও মাদারীপুরে সড়ক অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের
গোপালগঞ্জের কাশিয়ানী এবং মাদারীপুরের ডাসা-কালকিনি এলাকায় গভীর রাতে মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের এই তৎপরতায় দুই মহাসড়কেই দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারসংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে বড় আকারের গাছ কেটে ফেলায় সড়কের দুই পাশে যানজট তৈরি হয়। গাছের সঙ্গে ধাক্কা লেগে হামিম পরিবহনের একটি চলন্ত বাস ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত এসে গাছ সরিয়ে গেলে ভোর সাড়ে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান থানার ওসি কামাল হোসেন।
আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র্যালি
একই রাতে মাদারীপুরের ডাসার ও কালকিনি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কেও একই ধরনের পরিস্থিতি দেখা দেয়। গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে বড় গাছ কেটে মহাসড়কের মাঝে ফেলে রাখা হয় এবং বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালানো হয়। এতে দুই পাশে শতাধিক যান আটকা পড়ে। নারীদের পাশাপাশি শিশুদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে একটি সংগঠিত দল পরিকল্পিতভাবে রাস্তা অবরোধ করার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়। ভোরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি
অবরোধের খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশ, কালকিনি থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বিএনপি–জামায়াত নেতাকর্মীরা একসঙ্গে গাছ অপসারণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর গাছ সরিয়ে আংশিকভাবে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ বলেন, ‘‘গাছ কেটে সড়ক বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কাজ চলছে।’’





