রায়পুরে অবসরপ্রাপ্ত শিক্ষক দীনেশ চন্দ্র পালের পরলোকগমন, আগামীকাল প্রার্থনা সভা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মাছিমপুর এ. এল. এম. উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র পাল পরলোকগমন করেছেন। গত ৩১ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, স্ট্রোক ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার পারিবারিক সূত্র জানায়, ইতোমধ্যেই তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, প্রতিষ্ঠিত ছাত্র–ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া সদরে আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্বর্গীয় দীনেশ চন্দ্র পাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষকতার মাধ্যমে তিনি বহু শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলাকার মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। তাঁর আত্মার চিরশান্তি কামনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) , নিজ বাড়িতে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।