ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেপ্তার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ এলাকায় বস্তাবন্দী করে আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে নিশি খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ৭ ধারায় মামলা করেন। তিনি জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে দায়ের করা মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে একমাত্র আসামি করা হয়েছে।

আরও পড়ুন: পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি, শীতের তীব্রতা বেড়েছে

ঘটনা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঘটনাটিকে “অমানবিক” বলে মন্তব্য করেন এবং কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। মঙ্গলবার বিকেলেই ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি তদন্ত দল ঈশ্বরদীতে গিয়ে যাচাই-বাছাই শুরু করে।

নৃশংস ঘটনার পর অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইউএনও জানান, মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়েছিল এবং তারা কোয়ার্টার ছেড়েও দিয়েছেন।

আরও পড়ুন: নগরকান্দায় পবিত্র কাবা শরিফ অবমাননার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গত রোববার সন্ধ্যায় গেজেটেড ভবনে থাকা নিশি খাতুন কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে মেরে ফেলেছেন বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে ইউএনও কার্যালয়ের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান, নয়নের ছেলে তাকে বিষয়টি জানায়। পরে পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় আটটি মৃত ছানা উদ্ধার করা হয়।