সাভারে সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন
সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিএন্ডএফ) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ডিসেম্বর) সকালে সাভার আরভিএন্ডএফ ডিপোতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরও পড়ুন: কুলাউড়ায় মাদক ও অপরাধে নতুন ওসির জিরো টলারেন্স ঘোষণা
আরভিএন্ডএফ ডিপোতে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান নবনিযুক্ত সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।
সম্মেলনে সেনাপ্রধান আরভিএন্ডএফ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় তাদের অবদান তুলে ধরেন। তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে নান্দাইলে ইত্তেফাকুল উলামার মানববন্ধন
অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, আরভিএন্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল (৯ ডিসেম্বর) আরভিএন্ডএফ কোরের ৩য় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল এস এম আসাদুল হক।





