আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর: প্রধান উপদেষ্টা
- নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে
- জাতীয় নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্তে এনডিসির জ্ঞান কার্যকর ভূমিকা রাখবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর। এমন একটি নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশবাসী গর্বিত হবে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ড. ইউনূস বলেন, বছরের পর বছর কঠোর পরিশ্রমে অর্জিত জ্ঞান ও কৌশল জাতীয় উন্নয়ন, নীতি নির্ধারণ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সংকটময় পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদান তিনি বিশেষভাবে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ নিরাপত্তা ও উন্নয়নকেন্দ্রিক অধ্যয়ন এবং দক্ষ নেতৃত্ব গঠনে দেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট দ্রুত বদলে যাওয়ায়, এসব প্রশিক্ষণ আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।
আরও পড়ুন: নতুন এমপিও নীতিমালা প্রকাশ
সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।





