সিংড়ায় জামায়াত প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের গণসংযোগ
ছবিঃ সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সিংড়া বাজার এলাকায় গণসংযোগ করেছেন।
গণসংযোগ চলাকালে তিনি ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি তুলে ধরে সমর্থন কামনা করেন।
আরও পড়ুন: চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক এ.বি.এম. আমানুল্লাহ, উপজেলা সেক্রেটারি এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, পৌর সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মুন্নাফসহ জামায়াতের নেতৃবৃন্দ।





