র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪২ পূর্বাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র‍্যাব-২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী। কয়েক বছর ধরে তিনি মেয়েকে নিয়ে শিমলা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।

আরও পড়ুন: চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের প্রশংসনীয় উদ্যোগ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মা–মেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা ঘরের গ্রিল কেটে ভেতরে ঢোকে। এ সময় চোরকে চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার লুট করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার ১১ বছরের মেয়ে নিথি আক্তার ছিল, তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও জানা গেছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি বাচ্ছু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে গাড়িবহরে হামলার প্রতিবাদে জেএসডি প্রার্থীর সংবাদ সম্মেলন