শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আশুলিয়ায় তৌহিদী জনতার বিক্ষোভ

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৯ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতা।

শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তৌহিদী জনতার ব্যানারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মনজুর এলাহী'র উপরই তৃণমূলে আস্থা, রাজনীতির মাঠে বাড়ছে জনপ্রিয়তা

সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে জনগণ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, একটি আদর্শিক কণ্ঠকে নীরব করার চেষ্টা কখনোই সফল হবে না। দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে জনমনে ক্ষোভ আরও বাড়বে বলেও তারা সতর্ক করেন।

আরও পড়ুন: সিলেটের কোম্পানীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সমাবেশ শেষে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বাইপাইল মোড় থেকে শুরু হয়ে আশুলিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।

এদিকে সমাবেশ ও মিছিল চলাকালে নবীনগর–চন্দ্রা মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়, ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।