বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করলেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও চক্রধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, পঞ্চগড়ে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ
এসময় তিনি বলেন, আমরা কাউকে ভয় করি না। তাই স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিলাম। তিনি আরও বলেন, আমরা নির্বাচনের আচরণবিধি মেনে চলবো। মান্নান ভূঁইয়ার নামকে সারা বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আপনাদের দাবির প্রেক্ষিতে প্রার্থী হলাম। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহ করবো। আমরা চেয়েছিলাম আব্দুল মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য এবং প্রয়াত এই নেতাকে যেন সম্মান দেন। বহিষ্কার আদেশ প্রত্যাহার করলে আজ আর আমাদের প্রার্থী হতে হতো না। কিন্তু তারা আমাদের কথা শুনেননি। আব্দুল মান্নান ভূঁইয়া কখনও দুর্নীতি করে নাই। আমরা যারা মান্নান ভূঁইয়া পরিষদ করি আমাদের মাঝেও কোনো দুর্নীতিবাজ নাই। তাই আমি মনে প্রানে বিশ্বাস করি, শিবপুরবাসী মান্নান ভূঁইয়াকে ভালোবাসেন। তাই আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন।
এসময় আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১





