টেকনাফে ১৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল কোস্ট গার্ড

Sadek Ali
জসিম আজাদ, টেকনাফ
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত প্রায় ১৮ কোটি ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, পঞ্চগড়ে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে ২০২৫ থেকে ১২ আগস্ট ২০২৫ পর্যন্ত কোস্ট গার্ড এককভাবে এবং র‍্যাবের সমন্বয়ে মোট চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানগুলোতে সর্বমোট ১৮ কোটি ৮ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১

পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার কর্তৃক স্মারক নম্বর ৭২(২)/১, তারিখ ৭ জানুয়ারি ২০২৬ অনুযায়ী বিসিজি স্টেশন টেকনাফে সংরক্ষিত উক্ত মাদকদ্রব্য ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনা মোতাবেক শনিবার সকাল ১০টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার-১, সদস্য সচিব বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার, ইনচার্জ মালখানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র‍্যাব ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। এর ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।