কুমিল্লা-৪: মনোনয়ন বাতিল চেয়ে হাসনাত ও মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৫ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। পাল্টা হিসেবে হাসনাত আব্দুল্লাহও মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের স্থায়ী আপিল বুথে উভয় পক্ষের আবেদন জমা পড়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে উভয় প্রার্থী তাদের আবেদন জমা দিয়েছেন।

আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে উভয় পক্ষের শুনানি সম্পন্ন করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। কুমিল্লা-৪ ছাড়াও দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হচ্ছে।

উল্লেখ্য, এসব আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক