গোবিন্দগঞ্জে পুনাকের উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ১২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গত রবিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচেরচড়া নূরানী হাফেজী কওমী মাদরাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে এ শীতবস্ত্র, খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, পঞ্চগড়ে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ

গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বীথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন।

এসময় এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, জেলা পুলিশের অপরাধ শাখার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হিফজুর আলম মুন্সি, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লাইছুর রহমান, সেকেন্ড অফিসার সেলিম রেজা প্রমুখ।

আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১

তীব্র শীত মৌসুমে শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা পুনাক ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।