চালককে কুপিয়ে লুট করা এলপি গ্যাসের ৪৬২ খালি সিলিন্ডার উদ্ধার

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু, সাভার
প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২৭ পূর্বাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুর থেকে চালককে কুপিয়ে লুট করা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি) গ্যাসের ৪৬২টি খালি সিলিন্ডার আশুলিয়া থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত সিলিন্ডারগুলো উদ্ধার করে মাদারীপুরের শিবচর থানা পুলিশ।

আরও পড়ুন: দর্শনার কুন্দিপুরে গৃহবধূ ও যুবককে চুল কেটে জুতার মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

মাদারীপুর জেলার শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের জানান, ৭ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক মাদারীপুরের শিবচর থানাধীন বাচামারা এলাকায় পৌঁছালে ডাকাতদলের সদস্যরা ট্রাকের গতিরোধ করে চালককে কুপিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তাঁরা চালককে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৪৬২টি খালি সিলিন্ডার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় শিবচর থানা পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৪৬২টি খালি সিলিন্ডার উদ্ধার করে। তবে অভিযানের খবর টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।