মৌলভীবাজার-২ আসনের এমপি প্রার্থী সাদিয়া চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ আসনের বাসদ (মার্কসবাদী) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কুলাউড়ার লস্করপুরে এক কর্মীসভায় এ কমিটি গঠন করা হয়।

সাদ আব্দুহু মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত জিনবিজ্ঞানী ও বিজ্ঞান লেখক ড. আবেদ চৌধুরী। কর্মীসভায় মোহাম্মদ আবু তাহের, মাহবুব করীম মিন্টু, আবুল হান্নান, আব্দুল গাফফার কাইসুল, সুমন মিত্র, আব্দুল বাসিত শাহীন, ফেরদৌস খানসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনার সার্বিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন মিসবাহ উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ উস্তার মিয়া এবং মোহাম্মদ মনজুরুল আজিজ চৌধুরী। শুভানুধ্যায়ীর বক্তব্য দেন টিউলিপ চৌধুরী।

আরও পড়ুন: কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কর্মীসভায় সিপিবির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে আহ্বায়ক এবং বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ এবং মৌলভীবাজার হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক এম. খসরু চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক, বাসদ (মার্কসবাদী) কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক প্রশান্ত দেব সানাকে সদস্য সচিব এবং পঙ্কজনাথ সূর্যকে যুগ্ম সদস্য সচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।