গণভোটে ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে মানুষ: শফিকুল আলম

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২৮ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ ১৬ জানুয়ারি, শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: হাজারো অপরাধের কথন মালার নিউ জেনারেশন ত্রাস রুবেল ভাঙ্গী ও তার গডফাদার মাসুদ ভাঙ্গী

শফিকুল আলম বলেন, ‘রিকনসিলিয়েশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুতাপ বা দুঃখ প্রকাশ আমরা দেখিনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দলটির একজন মন্ত্রী শহীদদের রক্ত নিয়ে বিদ্রূপ করেছেন। তাদের আচরণে অনুশোচনার কোনো লক্ষণ নেই। খুনিদের জায়গা সমাজে নয়, তাদের জায়গা জেলখানায়।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটে মানুষ “হ্যাঁ” ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে এবং গত ১৬ বছরের গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে রেড কার্ড দেখাবে।’

আরও পড়ুন: ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে শেরপুরের লছমনপুরের সর্বস্তরের মানুষ

প্রেস সচিব আরও বলেন, ‘এবারের মতো শান্তিপূর্ণ নির্বাচন খুব কম হয়েছে। আগের নির্বাচনগুলোতে বিরোধীদের প্রচারের সুযোগ দেওয়া হয়নি, নেতাকর্মীদের গ্রেপ্তার ও এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়েছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে।