সাংবাদিকদের অনিশ্চিত জীবনের অভিযোগ হাসনাত আব্দুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার হয় না, ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করেন। শনিবার (২৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যেকোনো সময় চ্যানেল বন্ধ করতে পারে। অনলাইন ও টিভি মাধ্যমে নির্ধারিত কোনো বেতন কাঠামো নেই। ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র ৮-১০ হাজার টাকা পান, আর মফস্বলে অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না। অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয়।
আরও পড়ুন: কাদের কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস আলম!
তিনি আরও বলেন, পত্রিকাগুলো এখনো ২০১৩ সালের অষ্টম ওয়েজবোর্ড অনুসরণ করে, সেটিও বাধ্যতামূলক নয়। ফলে মালিকরা তা মানেন না। যেখানে বেতন দেওয়া হয়, সেখানেও কয়েক মাস বকেয়া রাখা হয়। চাকরির কোনো নিশ্চয়তা নেই।
স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ডিজিএফআই-এর প্রভাব স্পষ্ট। তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, মালিকদের ব্যবসায়িক কার্যক্রমে বাধা আসে, নানা হয়রানির মুখে পড়তে হয়। এ কারণে মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন এবং সাংবাদিকদের দিয়েও সরাসরি রাজনৈতিক দালালি করানো হয়।
আরও পড়ুন: যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব: ফরহাদ মজহার
হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, কর্পোরেট নেক্সাস সাংবাদিকতার স্বাধীনতা নষ্ট করছে। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্ত্রাস অনেককে আত্মসমর্পণে বাধ্য করছে।