সাতক্ষীরা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

মাটিবহনকারি ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত মটর সাইকেল চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা হাইওয়ে সড়কের বিনেরপোতা অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে মটর সাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম(৩৫)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুন জানান, তার জামাতা আজিজুর রহমান কয়েক বছর যাবৎ তাদের বাড়িতে থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সে তালা উপাজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে মটর সাইকেলে (সাতক্ষীরা-হ-১৬-৭০৯০, প্লাটিনা) তালা উপজেলায় যাচ্ছিল।
পথিমধ্যে সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা হাইওয়ে এর সাতক্ষীরার বিনেরপোতা অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামি একটি মাটিবহনকারি ট্রাক (ইসিআর) আজিজুরের মটর সাইকেলের সামনে ধাক্কা মারে। এতে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আজিজুর ও দুই যাত্রী।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মীর মাহফুজ জানান, সকাল সোয়া ৬টার দিকে আব্দুস সালামের লাশ হাসপাতালে আনা হলেও অপর লাশ দুটি পরে আনা হবে বলে তিনি জেনেছেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ ওই তিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি