ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:৫৯ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং তার পরনে বোরকা ছিল। বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীদের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পথচারী জানান, তিনি কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকার দিকে আসছিলেন। এ সময় তিনি দেখেন, একটি মোটরসাইকেলের চালক ও একজন নারী আরোহী সড়কের ওপর ছিটকে পড়েছেন।

আরও পড়ুন: ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে

পরে চালকের কাছ থেকে তিনি জানতে পারেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে গেছে। ওই নারী আরোহী রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন, তাই সুমন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

তবে দুর্ঘটনার পর থেকে মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: গুলিস্তানে সুন্দরবন মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট