ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত, আতঙ্কে অনেকে রাস্তায়

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুক্রবার (২১ নভেম্বর) বেলা দশটা ৪২ মিনিটে হঠাৎ করে রাজধানীসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় এক মিনিট সময় ধরে থাকা ভূমিকম্পের ভয়ংকর ঝাকুনিতে দেয়াল, জানালা ও আসবাব কাঁপতে দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। 

আইএসপিআর জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে।  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ঢাকার আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে এর লোকেশন ছিল। 

আরও পড়ুন: ৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। কম্পনের উৎস ছিল নরসিংদী অঞ্চল, যা মাঝারি তীব্রতার হলেও ঘনবসতিপূর্ণ এলাকায় স্পষ্ট অনুভূত হয়েছে।

শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী ভারতেও এই কম্পন টের পাওয়া গেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের জেলাগুলোতেও ভবন কেঁপে ওঠে।

আরও পড়ুন: কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ১৬ ইউনিটের প্রচেষ্টা

দেশের অন্য কোনো এলাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।