আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:৪৭ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানির প্রথম দিনেই বড় সিদ্ধান্ত এসেছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ৫২ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছে। অপরদিকে ১৫ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং তিনজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

ইসি সিনিয়র সচিব জানান, আজ নিষ্পত্তি হওয়া আপিলগুলোর মাধ্যমে ৫২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় তাদের ফেরার সুযোগ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

এর আগে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এসব আপিলের শুনানি শনিবার থেকে শুরু হয়ে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

আপিল নিষ্পত্তির পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ভোটগ্রহণের আগের দিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।