ডাকসু নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা ডিএমপির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। নির্ধারিত সময়ে কেউ অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য সীমিত থাকবে। একইসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে আসতে পারবেন।

আরও পড়ুন: হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ভোটকেন্দ্রে প্রবেশ ও ভোটদান প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পরিচয় যাচাই করা হবে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক), গ্রন্থাগার পরিচয়পত্র বা ১ম বর্ষের শিক্ষার্থীদের পে-স্লিপ ব্যবহার করা যাবে। ভুয়া ভোটার শনাক্তকরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ QR Code স্ক্যানিং এর মাধ্যমে ‘Verified DUCSU Voter’ কনফার্মেশন প্রদর্শন করবে। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ব্যবহার করতে পারবেনঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

ডিএমপি জানিয়েছে, ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।