রাজবাড়ীতে মাচায় লাউ চাষ করে লাভবান কৃষক

Sadek Ali
সোহাগ মিয়া, রাজবাড়ী
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৪ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীতে মাচায় লাউ এর আবাদ দিন দিন বাড়ছে। এখানে বাড়ির উঠানে মাচা পদ্ধতিতে লাউ চাষ করছেন অনেক কৃষক। এ ছাড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য জমিতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজবাড়ী জেলা সদরে  খানখানাপুর, বসন্তপুর, সুলতানপুর, শহীদওহাবপুর, আলিপুর, বরাট,পাচুরিয়া, দাদশী, মিজানপুর, খানগঞ্জ, বানীবহ এলাকার জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। এ ছাড়া রাজবাড়ী জেলার বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ও রাস্তার পাশেও লাউ চাষ করা হয়েছে। সেই সব গাছে এখন লাউ ধরেছে।

আরও পড়ুন: ব্রি’র ১২১টি ধানের জাত উদ্ভাবন

খানখানাপুর ইউনিয়ন এর গ্রামের লাউ চাষি ইদ্রিস শেখ বলেন, এবার আমার লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাছে গাছে ফুল আসছে এবং লাউ ধরছে। লাউ বিক্রি শুরু করেছি। ভালো টাকা আয় হয়েছে। 

উক্ত এলাকার আরেক লাউ চাষি ইকরাম বলেন, আমি আমার জমিতে লাউ চাষ করেছি। যা বাজারে বিক্রি করে বাড়তি টাকা আয় করেছি। এতে আমার সংসারের বাড়তি টাকা উপার্জন হয়েছে। ২৪ শতাংশ জমিতে লাউ চাষ করেছি। ডাবল লাভ হবে বলে আশা করছি। 

আরও পড়ুন: লালশাক চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

তিনি আরো বলেন, আমরা পাইকারী ভাবে লাউ প্রতি পিচ ৩০টাকা থেকে ৫০টাকায় বিক্রি করছি। এতে ভালো লাভ হচ্ছে।