বিচারকদের ভয় দেখাতে আদালতে ককটেল হামলা : ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) হারুন অর রশীদ বলেছেন, বিচারক ও আইনজীবীদের ভয় দেখাতে আদালতে ককটেল হামলা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির
ডিবি প্রধান বলেন, সোমবার বিএনপি মহাসচিবের জামিন আবেদনের শুনানি ছিলে। সেখানেও নাশকতাকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিচারকদের ভয় দেখানোর জন্য চার তলা থেকে ককটেল নিক্ষেপ করেছে। যদিও কোনো হতাহত হয়নি।
ডিবি টিম তাৎক্ষণিক সেখানে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এনেছে। এছাড়া উপস্থিত অন্যান্যদের স্বাক্ষ্য নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
তিনি বলেন, যারা প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপ করতে পারে। বাসায় হামলা করতে পারে। তারা আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটাতে পারে। কারা এ সকল কাজ করেছে আমরা সবার নাম পেয়েছি।
সামনের দিনে আরও বড় হামলার আশঙ্কা আছে কি না, আর নাশকতার নির্দেশনা দেশের বাইরে থেকে এসেছে কি-না জানতে চাইলে গোয়েন্দা প্রধান বলেন, নাশকতার সঙ্গে জড়িত অনেককে আমরা গ্রেফতার করেছি। তারা স্বীকার করেছে, আগুন লাগানো তাদের দায়িত্ব। তারা আগুন লাগানোর পরে সিনিয়র নেতাদের ছবি পাঠানোর নির্দেশনা আছে। তার মধ্যে তারা লন্ডনের কথা বলেছে, ঢাকায় সিনিয়রদের কথাও বলেছে। সবার কথাই বলেছে।
নাশকতাকারীরা আগুন লাগানোর পরে অনুতপ্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, নাশকতাকারীরা অনেক দিন ধরে এই কাজটি করছে। তারা জানতে চায় এটার শেষ কোথায়। বাসে আগুন লাগাচ্ছে। ককটেল নিক্ষেপ করছে। তাদের সঙ্গে অনেকে গ্রেফতার হচ্ছে। কিন্তু তাদের জামিনের জন্য কেউ কাজ করছে না। এমকি যিনি বাসে আগুন লাগাচ্ছে সে গ্রেফতার হলে তাকে জামিন করতে কেউ এগিয়ে আসবে কি না, এই বিষয়টি ভেবেই তারা হতাশা প্রকাশ করেছে। তবে সাধারণ মানুষের সম্পদে আগুন লাগিয়ে দেখিয়ে বেড়ানোর মতো ঘটনা না। এখানে একজন মানুষের জীবন জীবিকার প্রশ্ন। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ এই নাশকতা পছন্দ করছে না।