হালনাগাদ ভোটার তালিকা: আপত্তির শেষ সময় ৫ ফেব্রুয়ারি

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৯:৫২ পূর্বাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৪
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট

হালনাগাদের পর খসড়া ভোটার তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। এজন্য উপজেলা পর্যায়ে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির

এতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে।

২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং হিজড়া ভোটার ৯২৪ জন। এদের মধ্যে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।

আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

এ তালিকার বিপরীতে ওপর দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।